আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০১৫ ১৬:৩১

আইএস বিরোধী লড়াইয়ে নামল ইরাকের ৬,০০০ যোদ্ধা

ইরাকের অন্তত ৬,০০০ সুন্নি যোদ্ধা দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলবিরোধী লড়াইয়ে যোগ দিয়েছে। ইরাকের সরকারপন্থি পপুলার মোবিলাইজেশন বাহিনীতে যোগ দেন দেশটির নানা অঞ্চলের উপজাতীয় যোদ্ধারা। খবর-রেডিও তেহরান।

ইরাকের আরবিভাষী নিউজ চ্যানেল আল-ফোরাতকে এ তথ্য জানিয়েছেন দেশটির নাগরিক জোটের সংসদ সদস্য হাবিব-আত-তারফি। ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাকের প্রতিনিধিত্ব করে নাগরিক জোট। আত-তারফি জানান, ইরাককে ধ্বংস করতে এবং দেশটিকে খণ্ড-বিখণ্ড করতে যারা চেষ্টা করছে সেসব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছেন এ সব সুন্নি যোদ্ধা।

ইরাকের নিরাপত্তা বাহিনীর সমর্থনপুষ্ট পপুলার মোবিলাইজেশন বাহিনী এরইমধ্যে দিয়ালা, আনবার এবং সালাউদ্দিন প্রদেশের অনেক অঞ্চল মুক্ত করতে পেরেছে। এ ছাড়া, রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের জুরফ আন-নাসর শহরও মুক্ত করেছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত