আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১১:৪৫

আসামে ‘ভেজাল দেশি মদ’ পানে ৮৪ চা শ্রমিকের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিষাক্ত মদপানে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুইশ জন।

শনিবার আসাম রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়টার্সকে জানান, প্রতি দশ মিনিট পরপরই তারা নতুন নতুন জায়গা মৃত্যুর খবর পাচ্ছেন।

এনডিটিভির খবরে বলা হয়, গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের শতাধিক শ্রমিক বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে অন্তত নয়জন নারী শ্রমিক রয়েছেন।

গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী জানান, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ভারতে, বিশেষ করে উত্তারাংশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ভেজাল মদ পানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। সপ্তাহ দুয়েক আগেও উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষাক্ত মদপানে শতাধিক মানুষ মৃত্যু হয়। ২০১১ সালে পশ্চিমবঙ্গে একই ধরনের ঘটনায় ১৭২ জনের মৃত্যু হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত