আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ, ২০১৯ ১৩:৪১

ইরানে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের প্রধান শহর শিরাজে ভয়াবহ বন্যায় অন্তত ১৯ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

বন্যায় হতাহতদের বেশিরভাগই ফারসি নববর্ষের ছুটিতে শিরাজ শহরে বেড়াতে গিয়েছিলো। বন্যার পানিতে ভেসে গেছে দুই শতাধিক গাড়ি। শিরাজ শহরের দারভজে কুরআন এলাকা ছাড়া দেশটির ঐতিহ্যবাহী ওয়াকিল বাজার এলাকাও বন্যার কবলে পড়েছে।

এছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত