আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০১৯ ১৪:১৯

মাদক পাচারের সময় সৌদি আরবের প্রিন্সকে সশ্রম কারাদণ্ড

আদালতের রায়ে বলা হয়, ২০১৫ সালের ২৬ অক্টোবর সৌদি আরব থেকে বৈরুতে আসার সময় নিজের প্রাইভেট জেটে করে প্রায় দুই টন ক্যাপটাগন মাদক পাচার করছিলেন প্রিন্স আব্দুল মুহসিন বিন ওয়ালিদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল আজিজ।

প্রিন্স আব্দুল মুহসিন ও তার সহযোগী ইয়াহিয়া সাইমি আল-সাম্মারিকে মাদক রাখা ও পাচারের দায়ে প্রথমে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন লেবাননের ওই আদালত। তবে আদালত পরে দণ্ড কমিয়ে ছয় বছর এবং এক কোটি লেবানিজ পাউন্ড জরিমানা করেন।

ওই মামলায় পলাতক থাকা লেবাননের নাগরিক হাসান জাফর, আলি ইসমাইল ও মারওয়ান কিলানিকে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেক ১০ কোটি লেবানিজ পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের জমিজমা ও সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত

এদিকে এ মামলায় প্রিন্স আব্দুল মুহসিন ছাড়াও বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম ও মুবারক আল হার্থি নামে অপর তিন সৌদি নাগরিককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২০ লাখ লেবানিজ পাউন্ড অর্থদণ্ডও দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত