আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৯ ১৪:৩২

সোনার খনিতে ৭ জনকে গুলি করে হত্যা

পেরুর দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি সোনার খনির টানেলে সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির সরকারি কৌঁসুলিদের দপ্তর ঘটনাটি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

সোমবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারা ঘটনাটির তদন্ত করছেন বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

আন্দিজ পর্বতমালার ১৬ হাজার ৭০০ ফুট ওপরে লা রিনকোনাদার ওই খনিতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই সাত জনকে পাওয়া যায়। কঠিন কর্মপরিবেশ ও অরাজকতার জন্য খনি সমৃদ্ধ এই এলাকাটির কুখ্যাতি আছে।

এখানে প্রায়ই ডাকাতি, খুন ও খনির দখল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে থাকে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুর খনিগুলো থেকেই সবচেয়ে বেশি সোনা উত্তোলিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত