আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৯ ১২:০৩

যুক্তরাষ্ট্রের সিনাগগে বন্দুকধারীর গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ ঘটনায় আটক করা হয়েছে বন্দুকধারীকে।

পালোমার মেডিক্যাল সেন্টার পাওয়ারের মুখপাত্র জানান, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন।

পাওয়ের মেয়র বলেন, ওখানে হামলার মূল কারণ হলো বিদ্বেষ। আমি বুঝি যে, যিনি হামলা চালিয়েছেন তার মূল কারণ ছিল বিদ্বেষ। সাহসী কিছু মানুষ তাকে প্রতিহত করেছে।

স্যান ডিয়েগো পুলিশ দপ্তর কাউন্টি শেরিফকে সহায়তা করছেন বলে জানানো হয়েছে।

পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, আমাদের কাছে আগে এই হামলার কোনও আশঙ্কার গোয়েন্দা তথ্য ছিল না। এখন থেকে উপাসনালয়ের আমরা নিরাপত্তা জোরদার করবো।

ওই সিনাগগে ইহুদিদের অন্যতম বড় উৎসব পাসওভার চলছিল।

আপনার মন্তব্য

আলোচিত