আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৯ ০৯:২৯

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাজ্য তার নাগরিকদের সতর্ক করে দিয়েছে।

রোববার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সতর্কতার কথা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় স্বার্থ থাকার বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাজ্য নির্দিষ্ট করে কোনো হুমকির ব্যাপারে অবগত নয়। তবে বিশেষত জনসমাগমের স্থানে যাওয়া নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে আবশ্যকীয় ভ্রমণ ছাড়া বাংলাদেশের অন্য সবখানে ভ্রমণের বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস (এফসিও) সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি বা বিভিন্ন দলের মধ্যে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দলগুলোর সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বড় জমায়েত ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত