আন্তর্জাতিক ডেস্ক

০১ মে, ২০১৯ ১৬:৪০

মাওবাদীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ভারতে নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও তাদের গাড়িচালক নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ছত্রিশগড় সীমান্তবর্তী ওই জেলায় পুলিশের গাড়িতে আইইডি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা।

বুধবার সেখানে পালন করা হচ্ছে মহারাষ্ট্র দিবস। এর মাঝেই ভয়াবহ এই হামলার ঘটনা ঘটলো। বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

কিছুদিন আগে সেখানে লোকসভা নির্বাচন চলাকালীন সময়েই বিস্ফোরণ ঘটেছিলো। দুই সপ্তাহ আগে মহারাষ্ট্রের একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

বুধবারের এই হামলার নিন্দা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হামলাকে ‘ঘৃণিত’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘সহিংসতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

এর কয়েক ঘণ্টা আগেই গাদচিরোলি জেলার কুরখেদা সড়ক নির্মাণস্থলে ২৫টি গাড়িতে আগুন দিয়েছিলো মাওবাদীরা। স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর কেরোসিন ও ডিজেল দিয়ে আগুন লাগিয়ে দেয় তারা।

আপনার মন্তব্য

আলোচিত