আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০১৯ ১৩:৫৭

সৌদি আরবে সোমবার থেকে রোজা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে চাঁদ পর্যবেক্ষক কমিটি।

শনিবার (৪ মে) আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি বলে আরব দেশে রমজান আগামীকাল থেকে শুরু হবে।

ইসলামী বিশ্বের চন্দ্র বর্ষপঞ্জি অনুসরণ এবং ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতিতে বিভিন্ন দেশে রমজান শুরুর ঘোষণা আসতে পারে রোববার।

এ বছর উত্তরাঞ্চলীয় গোলার্ধের মুসলিমদের জন্য দীর্ঘ গ্রীষ্মকালীন দিনগুলোতে রোজা হবে। রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি বাধ্যতামূলক স্তম্ভের একটি।

সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় জানান, ১৪৪০ হিজরির রমজানের চাঁদ সৌদির কোথাও দেখা যায়নি। সুপ্রিমকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার সন্ধ্যায় আরেকটি অধিবেশন করবেন।

উম্মুল আল কুরা ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস ৬ মে সোমবার থেকে শুরু।

রমজান মুসলমানদের জন্য পবিত্র। কারণ ঐতিহ্যবাহী এ মাসে নবী মুহম্মদের (সা.) ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল।

পবিত্র রমজান মানুষের ইহ-লৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিকদর্শন আল কোরআন নাজিলের মাস। এই মাহে রমজানে শুধু কোরআন শরিফই নয়, অন্য আসমানি কিতাবও নাজিল হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত