আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০১৯ ১৯:২০

পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, ভাঙচুর

ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটে পশ্চিমবঙ্গের ৯টি আসনের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ২-১টি কেন্দ্রে বোমা বিস্ফোরণরে খবরও পাওয়া গেছে।

রোববার (১৯ মে) সকালে নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে রাজ্যের ৯ লোকসভা আসনে ভোট শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয় ভোটগ্রহণ।

৯টি কেন্দ্রের প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীরা ছিলেন। কিন্তু সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। তবে হতাহতের খবর এখনও জানা যায়নি।

ভোট শুরুর সময় থেকে দফায় দফায় গোলমালের খবর এসেছে যাদবপুর থেকে শুরু করে বসিরহাট কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।

ভোট কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জোড়াসাঁকোর বিধানসভা একটি বুথে ভোট দিতে যান বাবুল। সে সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আর সেই কারণে ভোটারদের বুথে পৌঁছতে সময় লেগে যাচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার কারণে  অনেকেই ভোট দিতে পারছিলেন না বলে অভিযোগ। এরপরই বিক্ষোভ শুরু হয়। গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে ভোট দিতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা ১২টা নাগাদ বজবজে তৃণমূলের দুষ্কৃতীরাই তার উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে মুকুন্দপুরে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে।

রবীন্দ্র সরণির একটি বুথের বাইরে বাইকে করে দুষ্কৃতিরা এসে বোমা মেরে পালিয়ে যায়। তৃণমূলের দুষ্কৃতিরাই এই বোমাবাজি করেছে বলে বিজেপির অভিযোগ। এছাড়া দেগঙ্গার গিলাবেড়িয়ার ৬৬ এবং ৬৭ নম্বর বুথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।

আপনার মন্তব্য

আলোচিত