সিলেটটুডে ডেস্ক

২৫ মে, ২০১৯ ২০:৩৮

পদত্যাগে অনড় রাহুল, মা ও বোনের আপত্তি

লোকসভা নির্বাচনে নিজের বেদনাদায়ক পারফর্মেন্সের পর নিজের পদত্যাগের বিষয়ে অনড় রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে এ বিষয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন তার মা ও বোন।-খবর এনডিটিভি

শনিবার দলীয় ওয়ার্কিং কমিটির সভায় নিজের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হলেও তিনি বলেন, আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আমি এখন যেমন আছি, ভবিষ্যতেও কংগ্রেসের একজন বাধ্য যোদ্ধা হিসেবে থাকবো। কিন্তু দলীয় সভাপতি হিসেবে আমি আর থাকতে চাই না।

কংগ্রেস সভাপতি গান্ধী পরিবারের কেউ হতে হবে এমন কোনো কথা নেই বলেও মন্তব্য করেন রাহুল।

কংগ্রেস বলছে, রাহুলকে তাদের খুবই দরকার। তবে ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে বের হওয়ার সময় কোনো কথা বলতে শোনা যায়নি রাহুল গান্ধীকে।

সূত্র জানিয়েছে, রাহুলের মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা তার পদত্যাগের সিদ্ধান্তে পরিবর্তন আনতে তাকে বোঝাচ্ছেন। তবে শেষ পর্যন্ত তারা বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র রাহুলের।

তবে সভাপতি রাহুল না থাকলে উভয়সংকটে পড়তে হচ্ছে কংগ্রেসকে। কারণ রাহুল না থাকলে তার স্থলাভিষিক্ত হবেন ক?

ইতিমধ্যে নির্বাচনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করলে দেখা যায়, কংগ্রেস মাত্র ৫২টি আসন পেয়েছে। যেখানে ক্ষমতাসীন বিজেপি ৩০৩ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত