আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০১৯ ১৩:৫৫

‘হিমালয়ের ভায়াগ্রা’ খুঁজতে গিয়ে ৮ জনের মৃত্যু

‘হিমালয়ের  ভায়াগ্রা’ হিসেবে ব্যাপক জনপ্রিয় জরসাগুম্বা নামের ভেষজ সংগ্রহ করতে যেয়ে নেপালে আট জনের মৃত্যু হয়েছে। দেশটির দোলপা জেলায় গত এক সপ্তাহে তাদের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

জরসাগুম্বা হচ্ছে দুষ্প্রাপ্য প্রজাতির ছত্রাক। এটি কেবল হিমালয়ের ১০ হাজার ফুট উঁচুতে পাওয়া যায়। প্রতি গ্রীষ্মে এটি সংগ্রহের জন্য স্থানীয়রা সেখানে যায়। সনাতনী চিকিৎসকদের মতে এর মাধ্যমে পুরুষত্বহীনতা, অ্যাজমা এবং ক্যান্সারের চিকিৎসা হয়। এশিয়া ও যুক্তরাষ্ট্রে এটি প্রতি গ্রাম বিক্রি হয় ১০০ মার্কিন ডলারে।

পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে জরসাগুম্বা সংগ্রহ করতে যেয়ে আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উচ্চতাজনিত অসুস্থতায় মারা গেছে পাঁচ জন এবং দুজন পাহাড় থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে। এছাড়া জরসাগুম্বা সংগ্রহ করতে মায়ের সঙ্গে যাওয়া এক শিশু উচ্চতাজনিত অসুস্থতায় মারা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন,  জরসাগুম্বা সংগ্রহকারীদের সেবার জন্য হিমালয়ের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা শিবির করা হয়েছে। প্রায় অর্ধশত সংগ্রহকারী এসব শিবির থেকে চিকিৎসা সেবা নিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত