আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০১৯ ১২:১৩

ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মিডটাউনে বড় একটি দালানের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনাটি ঘটে। দালানটি ৫১ স্ট্রিটের ৭ ও ৮ অ্যাভিনিউয়ের মাঝখানে অবস্থিত।

দালানের ছাদে হেলিকপ্টারটি আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়।

ঘটনার পর নিউইয়র্ক সিটির ফায়ার বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া মিডটাউনের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

হেলিকপ্টারটি ছাদে জরুরি অবতরণ করতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দালানটির ছাদে কোনো হেলিপ্যাড ছিল না।

কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

ঘটনার পর নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো দ্রুত ঘটনাস্থলে যান। তিনি এবিসি নিউজকে জানান, দালানের ছাদে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে।

নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্লাজিও সিএনএনকে বলেন, দালানের ছাদে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি নিছক দুর্ঘটনা।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, হেলিকপ্টারে শুধু পাইলটই ছিলেন।

নিউইয়র্ক সিটির ফায়ার বিভাগ বলেছে, হেলিকপ্টারের পাইলট ঘটনাস্থলেই নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত