আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০১৯ ১২:৩৬

চীনে বন্যায় ৫ জনের মৃত্যু, বিচ্ছিন্ন কয়েক হাজার

চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলজুড়ে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বন্যায় কয়েক হাজার লোক বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

আরও অন্তত চার দিন ওই এলাকাগুলোজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চায়না ডেইলি জানিয়েছে, সোমবার জিয়াংশি প্রদেশে দেখা দেওয়া বন্যায় ১০ হাজার ৮শ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং কয়েকশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে ১৪ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি ৩৮ কোটি ২৪ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলের ২০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ওই অঞ্চলের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে চায়না ডেইলি জানায়।

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, জিয়াংশিতে বৃষ্টিপাতের পরিমাণ ৬৮৮ মিলিমিটারে (২৭ ইঞ্চি) পৌঁছে গেছে। চলতি জুনে জিয়াংশি ও হুনানের কয়েকটি অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে তারা।  

বৃহস্পতিবারের মধ্যে বজ্রঝড়সহ বৃষ্টিপাত গুয়াংডং, ফুজিয়ান, জিয়াংশি, ইয়ুনান, সিচুয়ান ও তাইওয়ান পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত