আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০১৯ ২৩:৪৮

ক্রাইস্টচার্চে হামলা: ভিডিও শেয়ার করায় নিউজিল্যান্ডে নাগরিকের কারাদণ্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার দায়ে মঙ্গলবার দেশটির এক নাগরিককে ২১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড নগরীর দু’টি মসজিদে বন্দুকধারী ব্রেন্টন ট্যারান্টের গত ১৫ মার্চের ভয়াবহ হামলার চারদিন পর ভিডিও শেয়ার করার দায়ে ফিলিপ আর্পস’কে ক্রাইস্টচার্চ থেকে গ্রেপ্তার করা হয়।

ওই হামলা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিজনক ভিডিও ফুটেজ শেয়ার করার দু’টি অভিযোগের ব্যাপারে আর্পস দোষ স্বীকার করলে তাকে এ শাস্তি দেয়া হয়।

গত ১৫ মার্চ হামলায় নামাজ পড়তে আসা ৫১ মুস্ললি নিহত হয়। আর এটি ছিল আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

আপনার মন্তব্য

আলোচিত