আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০১৯ ১৮:৫৩

কম্বোডিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় নির্মাণাধীন ভবন ধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে দেশটির উপকূলীয় শহর সাইহানুকভিলে স্টিল ও কংক্রিটের সাত তলা কাঠামোটি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি একটি চীনা প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছিল।

ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক শ্রমিক চাপা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে। তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে যথাযথ কর্তৃপক্ষ জানিয়েছে।

মুখপাত্র ওর সারৌন বলেন, ইস্পাতের ওই স্থাপনাটি আপনা থেকেই ধসে পড়ে। আমরা এখনও এটিকে সরানোর সাহস করতে পারিনি। আমরা এখন কেবল অপেক্ষা করছি, জীবনের কোনো সঙ্কেত পাওয়া যায় কি না, তা শোনার চেষ্টা করছি। ভবনটি আরও ধসে পড়তে পারে। ইস্পাত সরাতে আমরা রাতভর কাজ করবো।

প্রিয়া সাইহানুকের প্রাদেশিক দপ্তর রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪০ শতাংশের মতো ধ্বংসস্তূপ সরানো হয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিকভাবে বলতে পারেনি তারা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে পুলিশ তিন নির্মাণ তত্ত্বাবধায়কসহ চারজনকে আটক করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সাইহানুকভিল পশ্চিমা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। পর্যটকদের কথা বিবেচনা করে গত তিন বছরে শহরটির আমূল পরিবর্তন ঘটানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত