আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন, ২০১৯ ২১:০৯

মানবতাকে নাড়া দিয়ে যাওয়া একটি মর্মস্পর্শী ছবি

ছবিটি হৃদয় বিদারক, সীমান্ত পারাপারে বিপদের আরেক জাগ্রত উদাহরণ, বিশেষত যখন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করে। এটি সীমান্তে সংকটের বাস্তব চিত্র যা প্রায়ই পরিসংখ্যান এবং বিচ্ছিন্ন নীতির বিতর্কে সীমাবদ্ধ থাকে। সিএনএন।

নিহতরা হলেন, এল সালভাদোরের নাগরিক সাল্টোর মার্টিনেজ এবং তার মেয়ে, এঞ্জি ভ্যালেরিয়া। তারা রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টাকালে মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে নদীর স্রোতের মধ্যে ডুবে যায়।

নিহত বাবা ও মেয়ের ছবিটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তের অংশে রিও গ্র্যান্ডে নদীর পানিতে বাবা ও তার কন্যা মুখোমুখি হয়ে পড়ে আছে।

কয়েক মাস ধরে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, সীমান্তে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ অভিবাসীদের ব্যাপারে মার্কিন কঠোর নীতির ফলে আরও বিপজ্জনক এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করতে বাধ্য হচ্ছে মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত