আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট, ২০১৯ ১২:২২

আটক ইরানি তেলবাহী ট্যাংকারকে ‘ছেড়ে দিচ্ছে’ জিব্রাল্টার

জুলাই মাসে ব্রিটিশ রয়েল মেরিন ভূমধ্যসাগর থেকে যে ইরানি তেলবাহী ট্যাংকারটি আটক করেছিল সেটিকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ব্রিটিশ মালিকানাধীন জিব্রাল্টার ট্যাংকারটিকে মুক্তি দিবে বলে জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্দোর ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সান সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে।

পিকার্দো ‘গ্রেস ওয়ান’ নামের ওই জাহাজটিকে আটক রাখার আদেশ নবায়ন করার আবেদন করবেন না বলে সানের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানি ওই তেল ট্যাংকারটি আর সিরিয়ায় দিকে যাচ্ছে না, এমন তথ্যে সন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তেলবাহী ট্যাংকারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছিল ব্রিটেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইরান।

পিকার্দোর ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সান জানিয়েছে, সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করছিল না, এমন প্রত্যয় জন্মানোর পর গ্রেস ওয়ানকে জিব্রাল্টারে আর এক মূহুর্তও আটক করে রাখার কোনো কারণ নেই।

আপনার মন্তব্য

আলোচিত