সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৫ ১৫:৪২

লিবিয়ায় নৌকাডুবি: বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীর মৃতদেহ উদ্ধার

লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসীর মৃতদেহ উদ্ধার
লিবিয়ার উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে শতাধিক অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত দুইশ’র বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ত্রিপোলির একটি হাসপাতালে এসব মৃতদেহ নিয়ে যাওয়া হয়। এসব অভিবাসীদের মধ্যে সিরিয়া, আফ্রিকা এবং বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর ২০১ জনকে উদ্ধার করেছে লিবিয়া কোস্ট গার্ড। এছাড়াও কেউ কেউ নৌকার ভাঙা অংশের সাথে তীরে এসে পৌঁছায়।

বৃহস্পতিবার লিবিয়ার জিওয়ারা উপকূলের কাছে প্রায় সাড়ে চার’শ অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে যায়।

এর আগে লিবিয়ার উপকূলে থেকে অভিবাসী বহনকারী একটি নৌকার নিচের অংশ থেকে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করে ইতালির কোস্ট গার্ড। একই নৌকা থেকে কমপক্ষে চার’শ ৩০ জনকে উদ্ধার করে সুইডেনের একটি কোস্ট গার্ড জাহাজ।

গত সপ্তাহেও একইভাবে ৫০ জন অভিবাসী মারা যায়।

সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করে এ বছরেই এক হাজারের বেশি মানুষ মারা গেছেন।

এ বছর লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার পথে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে বলেছে জাতিসংঘ।

আপনার মন্তব্য

আলোচিত