সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৫ ০০:২৮

লিবিয়ার নৌকাডুবি : অন্তত ২৪ বাংলাদেশীর মৃত্যু!

লিবিয়ার সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪জন বাংলাদেশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, এপর্যন্ত ৬জনের মৃত্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মোজাম্মেল হক আশঙ্কা করছেন যে তাদের সবাই নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় দুশোরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা জানান, লিবিয়া থেকে অন্তত ৭৮ জন বাংলাদেশী দুটো নৌকাতে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার চেষ্টা করছিলো।

এই ঘটনায় বেঁচে যাওয়ায় বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ করে তারা এসব তথ্যের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান।

এদের মধ্যে ছিলো চারটি পরিবারের ২২ জন সদস্য। তাদের মধ্যে ছ’জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মোজাম্মেল হক বলেছেন, “আমরা মৃতদেহ দেখতে পাইনি কিন্তু উদ্ধার হওয়া আত্মীয় স্বজন ও সঙ্গী সাথীদের সাথে কথাবার্তা বলে ছ’জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, নিখোঁজ রয়েছে ১৮ জন এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।”

ওই চারটি পরিবারের সবাই দীর্ঘদিন ধরে লিবিয়াতে বসবাস করছিলো। তাদের ছেলেমেয়েরা লিবিয়াতে জন্ম নিয়েছে ও সেখানেই বেড়ে উঠেছে।
লিবিয়াতে নিরাপত্তার অভাবের কারণেই তারা ইটালিতে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত