ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৫ ১২:১৭

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় চালিয়েছে। এতে অন্ততপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই পার্বত্য অঞ্চলটির আফগান সীমান্তের কাছে শাওয়াল উপত্যকার একটি বাড়ির চত্বর লক্ষ করে যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এই হামলায় ওই চত্বরের ভেতরে থাকা সন্দেহভাজন ছয়জন জঙ্গি-বিদ্রোহী নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের অধিবাসীরা সেখানে গিয়ে ধ্বংসস্তূপের মধ্য থেকে নিহতদের লাশগুলো সরিয়ে আনে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরো কয়েকজন জঙ্গির লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের পার্বত্য অঞ্চলে ১২ দফা ড্রোন হামলা চালানো হল। এসব হামলায় অন্ততপক্ষে ৭৮ জন নিহত ও বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত