আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৬

জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক সেনাসদস্যসহ ও চার জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এসব ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

শনিবার রামবানের বাতোতে একটি বাড়িতে জঙ্গিদের জিম্মিতে থাকা বেসামরিক নাগরিককে উদ্ধারের সময় এ হতাহতের ঘটনা ঘটে। এসময় নিহত হন তিন জঙ্গি।

নিহতদের একজন জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ জঙ্গি রয়েছে বলে দাবি সেনাবাহিনীর।

এর আগে, জম্মু-শ্রীনগর হাইওয়েতে জঙ্গিরা একটি বাস থামানোর চেষ্টা করে বলে পুলিশকে জানায় চালক। এরপরই পুলিশ ওই এলাকা ঘেরাও করে অভিযান চালালে দুটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে ওই বেসামরিককে জিম্মি করে জঙ্গিরা। নয় ঘণ্টা অভিযানের পর তাকে উদ্ধার করা হয়।

এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে 'বন্দুকযুদ্ধে' আরও এক জঙ্গি নিহত হয় বলে টুইট বার্তায় জানায় ভারতীয় সেনাবাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত