আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৭

বিহারে বন্যা কবলিত হয়ে ২৭ জন নিহত

টানা ভারী বৃষ্টিপাতে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ২৪ জেলার এই রাজ্যটিতে আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর, জানিয়েছে এনডিটিভি।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পাটনার স্কুলগুলো মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে পাটনা তার একটি। জেলার বহু এলাকা বুক সমান পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে।

উদ্ধারকারী নৌকা দিয়ে পানিবন্দি লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের উদ্ধারে পৌরসভার ক্রেনও ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন অবস্থায় অনেক লোক তাদের বাড়িঘরে আটকা পড়ে আছে।

মনে হচ্ছে আবহাওয়া বিভাগও খেই হারিয়ে ফেলেছে, একেক সময় একেক পূর্বাভাস দিচ্ছে, রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রোববার এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন।

রাজ্যটির বন্যা কবলিত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।

প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে টানা প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যা ও অন্যান্য ঘটনায় গত কয়েকদিনে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত