আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৯ ০৯:৫০

যুক্তরাষ্ট্রে পানশালায় বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের একটি পানশালায় বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫।

ধারণা করা হচ্ছে কথা কাটাকাটির জেরে হামলা চালায় দুই হামলাকারী। তাদের খুঁজছে পুলিশ। খবর বিবিসির।

রোববার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাতে সেন্ট্রাল কানসাসে ঘটেছে এই ঘটনা। হামলার সময় সেখানে ৪০ জনের মতো রাত্রি উদযাপন করছিলেন।

এক বিবৃতিতে কানসাস সিটি পুলিশ জানায়, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ১০০ ব্লক সেন্ট্রাল অ্যাভিনিউতে (টেকুলা কেসি) ছুটে যায়। ওই পানশালায় শুধুমাত্র সদস্যদের প্রবেশাধিকার ছিল। সেখানে এক হামলাকারীর সঙ্গে আগে কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। এরপর সে ফিরে এসে হামলা চালায়। এসময় তার সঙ্গে ছিল আরও একজন। হামলার পর তারা পালিয়ে গেছে।

সন্দেহভাজনদের ছবি প্রকাশ করা হয়েছে। এদের অনুসন্ধানে চাওয়া হয়েছে সাহায্য।

মৃতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। তবে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন দেশটির নাগরিক।

আপনার মন্তব্য

আলোচিত