আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৯ ২০:৩১

ধর্ষণ: নেপালের সাবেক স্পিকার গ্রেপ্তার

নেপাল পার্লামেন্টের এক নারী সহকর্মীকে ধর্ষণের দায়ে সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানী কাঠমান্ডুর একটি আদালত পরোয়ানা জারি করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে মাহারা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। খবর বিবিসির।

ওই নারী কর্মী বলেন, মাতাল অবস্থায় তিনি আমার বাড়িতে ঢুকে পড়েন এবং জোর করে এ কাজ করেন। আমি ভাবতেও পারিনি তিনি এমনটা করবেন। এর আগে ধর্ষণের অভিযোগ ওঠার পর সরকারি দল নেপাল কমিউনিস্ট পার্টির নির্দেশে ১ অক্টোবর পদত্যাগ করেন মাহারা।

নেপালে দশকব্যাপী চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে ২০০৬ সালে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মাওবাদীদের প্রতিনিধি দলের প্রধান ছিলেন মাহারা। পরবর্তীতে ২০১৭ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর তিনি স্পিকার নির্বাচিত হন।

নেপালে কোনো জ্যেষ্ঠ রাজনীতিবিদের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের ঘটনা খুবই নগণ্য।

আপনার মন্তব্য

আলোচিত