আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ ১২:০৩

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি

ভারতীয় কাশ্মীরের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে পুলিশের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র দুটি জানায়, ওই গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা আশ্রয় নিয়েছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে সৈন্যরা সেখানে অভিযান শুরু করে, অভিযানের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

লড়াইয়ে হতাহতের নিশ্চিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে।

দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে ফের পোস্টপেইড মোবাইল সেবা চালু করে ভারতীয় কর্তৃপক্ষ। তারপর এই প্রথম নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটল বলে জানিয়েছে রয়টার্স।

৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার পদক্ষেপকে সামনে রেখে অঞ্চলটির ল্যান্ডফোন, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল নয়া দিল্লি। এরপর ল্যান্ডফোন ও পোস্টপেইড মোবাইল সেবা ফের চালু করা হলেও প্রিপেইড মোবাইল ও ইন্টারনেট সেবা চালু করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত