আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ ১২:১৯

হাগিবিসে জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

চলতি সপ্তাহে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী টাইফুন হাগিবিসের তোড়ে জাপানের পূর্ব ও মধ্যাঞ্চল ভেসে গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এই শক্তিশালী টাইফুনে জাপানের মৃতের সংখ্যা বেড়ে ৭৪ এ পৌঁছেছে । নিখোঁজ আরও ১২ জনকে উদ্ধারে অভিযান চলছে।

জাপানের উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে সিনহুয়া নিউজ।

জাপানের জাতীয় প্রচার মাধ্যম এনএইচকের হিসাব অনুযায়ী, সপ্তাহান্তের এই ঝড়ে আহত হয়েছেন অন্তত ২১৬ জন।

জাপানের সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, দেশটির ৪৭ প্রধান অঞ্চলের (প্রিফেকচার) মধ্যে ১৯টির ১৪৬ স্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। এ সময় টাইফুনসৃষ্ট বন্যায় ভেসে গেছে দশ হাজার ঘরবাড়ি।

দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন, পর্যটন মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি এজেন্সি জানিয়েছে, ৫২ নদীর ৭৩ পয়েন্টে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জনজীবন হয়েছে বিপর্যস্ত। কয়েক লাখ নাগরিককে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জরুরী অবস্থায় সকলের জন্য আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

তবে কিছু জায়গায় এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে সেসব এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি কর্তৃপক্ষ। ওইসব এলাকায় পৌছানো সম্ভব হলে টাইফুন হাগিবিসের ফলে জাপানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে ধারনা পাওয়া সম্ভব হবে।

আপনার মন্তব্য

আলোচিত