সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৯ ২০:০২

আবারও শীর্ষ ধনী বিল গেটস

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে টপকে আবার পৃথিবীর সেরা ধনী হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, এখন দুই নম্বরে আছেন বেজোস।

মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক বছর শুরু হয় জানুয়ারি মাস থেকে। সেই হিসাবে সেপ্টেম্বর অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকের শেষে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের।

এখন বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলারে এসে ঠেকেছে।

অন্য দিকে এই মুহূর্তে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার।

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে তাকে টপকে যান বেজোস।

সেসময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলেছে। এ বছর এপ্রিলে স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে তার। তাতে স্ত্রীকে নিজের সংস্থার ৩৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার ছেড়ে দিতে হয়েছে তাকে।

আপনার মন্তব্য

আলোচিত