সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০১৯ ১১:০২

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রতিবেদন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস বিষয়ক ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়, নিজভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেওয়া ও সন্ত্রাসবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ

২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার ও ঝুঁকি কম ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস বিষয়ক ২০১৮ সালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, নিজভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেওয়া ও সন্ত্রাসবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ। দেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।

তারা সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করছে বলে উল্লেখ করা হয়। তবে অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সফলতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো উদ্বিগ্ন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত