আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০১৯ ১২:০৮

মালিতে জঙ্গি হামলায় কমপক্ষে ৩৫ সেনা নিহত

মালিতে জঙ্গি হামলায় অন্তত ৫৩ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

জঙ্গি হামরার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে শুক্রবারের এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

এক টুইট বার্তায় দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি জানান, জঙ্গি হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত