আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৯ ১৫:২৪

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭

নেপালে একটি বাস নদীতে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।

রোববার ঘটা এই দুর্ঘটনাস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

পাহাড়ি রাস্তায় বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, তিহার উৎসব থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি যান্ত্রিক সমস্যার কারণে পাহাড়ি হাইওয়ে থেকে নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৭ জন নিহত ও অপর ৫০ জন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা মাধব কাফলে বলেন, আহতদের মধ্যে ২১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা প্রচণ্ড শব্দ শুনতে পান এবং বাসটি হাইওয়ে থেকে ৭০ ফুট নিচে সুনকোশি নদীতে পড়ে যায়।

গত সপ্তাহে শেষ হয়ে তিহার উৎসব। এতে যোগ দেওয়া অনেক মানুষ নিজ গ্রামে ফিরছিলেন। এ কারণে বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন।

নেপালে পাহাড়ি পথে সড়ক দুর্ঘটনায় নিয়মিত ঘটে। এজন্য দুর্বল সড়ক ও যান ব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত