আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০১৯ ১১:২০

অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণ গেল তিনজনের

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের বড় একটি অংশ গিলে খাচ্ছে দাবানল। এ পর্যন্ত দাবানলে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। অন্তত ১০০টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে ১৩ শ অগ্নিনির্বাপণ কর্মী।

রোববার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

কুইন্সল্যান্ডে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রাত্রিযাপন করেছেন। ফায়ার অফিস জানিয়েছে ১৫০টি বাড়ি দাবানলের আগুনে ভস্মীভূত হয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বার্তায় ক্ষতিগ্রস্ত ও দাবানলে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। দাবানল মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা নেওয়া হতে পারে বলেও তিনি জানান।

এদিকে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মের সময়গুলোতে খুব কমই দাবানল থেকে মুক্তি মিলবে। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রায়ই দাবানলের ঘটনা ঘটবে।

আপনার মন্তব্য

আলোচিত