আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৯ ১১:৪৬

ইন্দোনেশিয়ায় পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় নিহত এক

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরে অবস্থিত পুলিশ সদরদপ্তরের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী নিহত ও কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসা আতমাজা জানিয়েছেন, আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়া জাতীয় পুলিশের মুখপাত্র ডেডি পরাসেতো বলেন, সাধারণ মানুষ পুলিশি ছাড়পত্রের জন্য যেখোনে অপেক্ষা করেন তার পাশে পার্কিং এলাকায় হামলাটি করা হয়।

ইন্দোনেশিয়ার কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত ফুটেজে হামলার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে ছুটে বের হতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় আত্মঘাতী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রীর ওপর হামলার এক মাসের মাথায় এ হামলাটি ঘটলো।

পৃথিবীর সবচেয়ে মুসলিম বসবাসকারী দেশ ইন্দোনেশিয়ায় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আইএস অনুপ্রাণিত জামা আনশারুত দৌলাহ (জেএডি) পুলিশকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। গত মাসে দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রী উইরান্তো ছুরিকাঘাতের শিকার হন যার পেছনে এই জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত