আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৯ ১৬:১৫

ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে আগুন

ভারতে ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রেন বেনারস ছাড়ার পরেও সাত নম্বর বগিতে হঠাৎ আগুন ধরে যায়।

যাত্রীরা জানিয়েছে, জোড়াই স্টেশন আসার আগেই সিটের নীচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। কামরারা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে দেন। জোড়াই স্টেশন নেমে পড়েন তারা।

খবর পেয়ে রেলওয়ের তরফ থেকে দমকলকে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কিছু সময়ের জন্য আপলাইনের ট্রেন চলাচল বন্ধ ছিল।

দমকল কর্মীরা জানান, আগুনের তীব্রতা তেমন ছিল না। তবে সময়ে আগুন নেভানো হয়েছে। নইলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। আগুন নেভানোর পর দীর্ঘক্ষণ ধরে জল দিয়ে ঠাণ্ডা করা হয়েছে কামরাটিকে। তারপর যাত্রীদের নিয়ে রওনা দেয় ট্রেন।

আপনার মন্তব্য

আলোচিত