সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৯ ১০:১০

পাকিস্তানে টমেটোর কেজি ৪০০ টাকা, নববধূর প্রতিবাদ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন জায়গায় টমেটো কেজিপ্রতি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে টমেটোর মালা পরেছেন এক নববধূ। শুধু তাই নয়, কানে টমেটো দিয়ে তৈরি দুল, হাতে টমেটোর বালাও পরেছেন তিনি।

টমেটোর গহনায় সাজা কনের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের লাহোরে এই ভিডিওটি করা হয়েছে। ওই নববধূ এক সাংবাদিককে জানান, ‘স্বর্ণের দাম তো বেড়েছেই। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টমেটোর দামও। তাই স্বর্ণের বদলে বিয়েতে টমেটোই পরলাম।’

সোমবার টুইটারে ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি টুইট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইয়াসির শামি নামের এক সাংবাদিক এই ভিডিও নির্মাণে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত