আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ ১৫:১০

নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ২

নিউ জিল্যান্ডের পর্যটনকেন্দ্র হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দগ্ধ হয়ে ২০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় নিখোঁজ দুজনের মৃতদেহ খুঁজছেন উদ্ধারকর্মীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

গত ৯ ডিসেম্বর দুপুরে প্রায় একশ বছর পর হঠাৎ করেই দ্বীপটিতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। এ সময় সেখানে দেশি-বিদেশি মোট ৪৭ জন পর্যটক অবস্থান করছিলেন। হোয়াইট আইল্যান্ড নিউ জিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

অগ্ন্যুৎপাতের পর নাটকীয় উদ্ধার অভিযানের মাধ্যমে দ্বীপে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। লাভায় আটকে পড়ে মারা যান আটজন। পরবর্তীতে আরও ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযান শেষে পুলিশ জানায়, দ্বীপটিতে আর কেউই বেঁচে নেই। পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, আমরা পরিবারগুলোকে কথা দিয়েছে। বাকি দুটি মৃতদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত