সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:৫৪

নিজামীর আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি তিন নম্বর আইটেমে ছিলো।

সেখানে লেখা ছিলো মাওলানা মতিউর রহমান বনাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উল্লেখ রয়েছে।

আজ আদালতে নিজামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

ট্রাইব্যুনালের রায়ের পর আপিলের শুনানির জন্য এই প্রথম নিজামির মামলাটি আপিলের কার্যতালিকায় এলো।

গত ২৩ নভেম্বর মোট ১৬৮টি যুক্তি দেখিয়ে এই আপিল আবেদন করেন নিজামীর আইনজীবীরা।

২০১৪ সালের ২৯ অক্টোবর ওই রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে নিজামীর দণ্ড কার্যকর করার আদেশ দেন।

উল্লেখ্য, চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলাতেও নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত