নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০১৫ ০০:১৩

স্বাধীনতা দিবস উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা আয়োজন

মহান স্বাধীনতা দিবস  ২০১৫ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উদ্যোগে দুই দিনব্যপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আগামী ২৬ ও ২৭ মার্চ নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসকে উদযাপন করা হবে। 

দুইদিন অনুষ্ঠানমালায় থাকবে বিভিন্ন সংগঠনের পরিবেশনায় নাটক, নৃত্য, গান, কবিতা ও আবৃত্তি অনুষ্ঠান। 

আয়োজনের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় জোটের জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সভাপতি নাজনীন হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুল আলম সেলিমের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। 

সভার আলোচনায় অংশ নেন- রানা কুমার সিনহা, প্রিন্স সদরুজ্জামান, আমিনুল ইসলাম চৌধুরী, আফজাল হোসেন, সিরাজ উদ্দিন শিরুল, মোহাম্মদ বাদশা গাজী, বিপ্রদাস ভট্রাচার্য্য, কাকলি দত্ত মুন্নি, সুকোমল সেন, নীলাঞ্জনা দাশ জুইঁ, বিভাস শ্যাম যাদন, মো. আবু তাহের, প্রতিক এন্দ, অনিমেষ বিজয় রাজু প্রমুখ।
 
অনুষ্ঠানে অংশগ্রহন করতে ইচ্ছুক জোটভুক্ত সংগঠন সমুহকে আগামী ১৭ মার্চের মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত