সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২০

হবিগঞ্জের ২ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার পলাতক দুই রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি আনোয়ারুল হকের  নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেন।

একই সঙ্গে এই দুই আসামির পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে গাজী এমএইচ তামিমকে নিয়োগ দেওয়া হয়েছে।

পলাতক দুই আসামি হলেন-হবিগঞ্জের লাখাউ উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলী।

প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর এ সময় রানা দাশ গুপ্ত ও রেজিয়া সুলতানা চমন আদালতে উপস্থিত ছিলেন।

এরআগে ১৮ মে তাদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত