সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৮

একাত্তরের ২৩৬৭ গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির নির্দেশ

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া কমিউনিস্ট পার্টি,ন্যাপ ও ছাত্র ইউনিয়নের সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকা সম্বলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ  এ সংক্রান্ত একটি রুলের নিষ্পত্তি শেষে এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী তবারক হোসেন ও সুব্রত চৌধুরী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষে শুনানি করেন শ ম রেজাউল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক।

আপনার মন্তব্য

আলোচিত