সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৬ ১৪:২৪

২৩৬৭ গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির স্থগিতাদেশ বাড়লো

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর ২৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বাড়িয়েছেন আপিল বিভাগ।

রোববার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ স্থগিতাদেশ দুই সপ্তাহ বৃদ্ধি করেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এর আগে গত ৯ অক্টোবর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত করে এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। রোববার আপিল বিভাগ আরও দুই সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ বৃদ্ধি করেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের নির্দেশ দেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সকল সুযোগ সুবিধা প্রদান ও যথাযথ সম্মান প্রদানের নির্দেশও দেন আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত ২৫ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আজ এই স্থগিতাদেশ আসল।

আপনার মন্তব্য

আলোচিত