সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৬ ১৩:১৫

বড়লেখার তিন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের (আইসিটি) তদন্ত সংস্থা। গত ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তদন্ত করে ২৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪), আব্দুল মতিন (৬৩) ও আব্দুল মান্নান ওরফে মনাই (৬৪)।

তিনজনের মধ্যে হাবুল ও মনাইকে চলতি বছরের ২ মার্চ গ্রেপ্তারের পর তারা বর্তমানে জেলে রয়েছেন। অপর অভিযুক্ত আব্দুল মতিন বর্তমানে পলাতক।

অভিযুক্তদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বড়লেখা এলাকার বিভিন্ন স্থানে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত