সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৬ ০১:২৮

মৌলভীবাজার ও হবিগঞ্জের দুইজন সহ আরও ২৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি

মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত মৌলভীবাজার ও হবিগঞ্জের দুইজন সহ আরও ২৪ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ১৭ নভেম্বর গেজেট জারি করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ১৭০ জন।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- রংপুর সদরের রাধাবল্লভ গ্রামের আনোয়ারা বেগম, রংপুর সদরের তাজহাট ক্যান্টনম্যান্ট কলোনির মোছা. আয়শা বেগম ও বরিশালের বাকেরগঞ্জের মোসা. আলেয়া বেগম।

বরিশালের গৌরনদীর নুরজাহান বেগম, সিলেট মৌলভীবাজারের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন, ফতুল্লার নারায়ণগঞ্জের মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোছা. আলেয়া, ঢাকার মুগদাপাড়ার মোছা. হনুফা বেগম।

পাবনা আটঘরিয়ার শ্রীমতি সোনা বালা, মায়ারানী ও মোছা. জামেলা খাতুন।

কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জের মোছা. দেলো বেওয়া, মোছা. রহিমা খাতুন, মোছা. মজিদা বেগম, মোছা. ছালেহা বেওয়া, বছিরন বেগম, শ্রীমতি তরু বালা, মোছা. খুকী বেগম ও মোছা. গেন্দী বেওয়া।

কুড়িগ্রাম সদরের মোগলবাসার মোছা. ফাতেমা বেগম, কুড়িগ্রাম সদরের মোছা. খোতেজা বেগম ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোসা. মোমেনা বেগম।

আপনার মন্তব্য

আলোচিত