সিলেটটুডে ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৭

আজ শমশেরনগর মুক্ত দিবস

আজ শনিবার (৩ ডিসেম্বর) শমশেরনগর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরকে মুক্ত করেছিলেন।

শমশেরনগরে ১৯৭১ সালের ২৮ মার্চ সর্বপ্রথম মুক্তিযোদ্ধারা একজন ক্যাপ্টেনসহ ৯ পাকিস্তানি সেনাকে হত্যা করেছিলেন। এরপর দীর্ঘ ৯ মাস হানাদার বাহিনী শমশেরনগরে শক্ত ঘাঁটি স্থাপন করে নির্মম নির্যাতন চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করেছিল। স্থানীয় বিমানবন্দরের রানওয়ের বধ্যভূমি আজও সেই দুঃসহ স্মৃতি বহন করছে।

একাত্তরের ডিসেম্বরে শমসেরনগরে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় টিকতে না পেরে হানাদার বাহিনী ১৯৭১ এর ৩ ডিসেম্বর শমসেরনগর ছেড়ে মৌলভীবাজার জেলা সদরের দিকে পিছু হটে।

শমশেরনগর মুক্ত দিবস উপলক্ষ্যে আজ শনিবার বিকাল ৩টায় শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত