সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৭ ১৫:২২

ময়মনসিংহের এসপিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব

মৃত যুদ্ধাপরাধীকে জীবিত দেখিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৬ ফেব্রুয়ারি এ ব্যাপারে তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১জানুয়ারি) বিচারপতি শাহিনুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে এ ব্যাপারে লিখিত জবাব দিতে বলেছে ট্রাইব্যুনাল।

ট্রাইবুন্যালের প্রসিকিউটর ঋষিকেশ সাহা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা 'যুদ্ধাপরাধী' ওয়াজউদ্দিন ২০১৬ সালের ৭ মে মারা যান। রাজাকার ওয়াজউদ্দিনের মৃত্যুর নয় মাস পরও ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা চলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২৯ মার্চ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ১৬ জুন পুলিশের পক্ষ থেকে জানানো হয় আসামি পলাতক। এর ৯ দিন পর আত্মসমর্পণ করে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। একই বছরের ১১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পরে বিষয়টি জানাজানি হলে প্রসিকিউশন তা ট্রাইব্যুানালের নজরে এনে এ ব্যাপারে ব্যবস্থার আবেদন করে।

আপনার মন্তব্য

আলোচিত