সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০১৭ ১৪:৪২

খুলনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৯

খুলনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলার ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭ জনকে খুলনা এবং ২ জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে ওইসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭) ও রওশন আলী গাজি (৭২)। ঢাকায় গ্রেপ্তাররা হলেন— নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার। এদের বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া, রানাই এবং মহানগরীর গল্লামারী এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া একই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মোট ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলো বলে জানান আক্কাস আলী। ডুমুরিয়া থানার মামলা নং-৭৫।

আপনার মন্তব্য

আলোচিত