সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৩ আগস্ট, ২০১৬ ১২:৫১

ঘরে পিঁপড়ে, জামায় কালি? কি করবেন?

ভালোই চলছিল জীবনটা। সকালে অফিস যাচ্ছেন, সন্ধেবেলা বাড়ি ফিরছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন। কাজের চাপ, একঘেয়েমি থাকলেও স্বাস্তি ছিল জীবনে।

হঠাৎ কোথা থেকে উঠে জুটেছে এক উটকো ঝামেলা। সিঙ্কের পাইপ বেয়ে রান্নাঘরে ঘাঁটি গেড়েছে এক ধেড়ে ইঁদুর। তার জ্বালায় রান্নাঘরে কিছু রাখাই দায়। এমন সব ছোটখাট অথচ উটকো ঝামেলা প্রায়ই এসে জোটে আমাদের জীবনে। কখনও বিছানার সাইড টেবিলের ধার দিয়ে সার বেঁধে পিঁপড়ের সারি তো কখনও পকেটে রাখা পেনের কালি লিক করে নতুন জামায় কদাকার এক ছোপ। বিরক্ত না হয়ে জেনে নিন এই সব ছটোখাট সমস্যার কিছু সহজ সমাধান।


ঘরে‌ পিঁপড়ে হয়েছে? যেখানে পিঁপড়ের সারি সেখানে শশার খোসা ছাড়িয়ে রাখুন।





জামা থেকে পেনের কালি উঠছে না কিছুতেই? কালি লাগা জায়গায় টুথপেস্ট লাগিয়ে শুকিয়ে নিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।


 


জামায় চিউইং গাম লেগে আছে? ১ ঘণ্টা জামাটা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। তার পর কাচলে সহজেই উঠে যাবে।

 


বাড়িতে যেখানেই ইঁদুরের উপদ্রব হবে সেখানেই গোলমরিচ ছিটিয়ে রাখুন। ইঁদুর পালাবে।


আপনার মন্তব্য

আলোচিত