সিলেটটুডে ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৭

চুলে মেহেদি লাগানোর উপকারিতা

যুগ যুগ ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেহেদি। এ ভেষজ উপাদান চুল পড়া কমাতে সাহায্য করে। পাশাপাশি চুলে নিয়ে আসে ঝলমলে ভাব। চুল রং করতেও মেহেদি অতুলনীয়।


জেনে নিন কেন নিয়মিত চুলে মেহেদি লাগানো জরুরি-

চুল রং করতে
মেহেদি প্রাকৃতিকভাবে রঙিন করে চুল। ধূসর চুল রং করতে ব্যবহৃত হয় মেহেদি। আবার কালো চুলের রং আরও কালো করতেও মেহেদির জুড়ি নেই।  

মাথার তালুর চুলকানি দূর করতে
মেহেদির সঙ্গে আমলা পাউডার মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। এটি মাথার তালুর অ্যালার্জি ও চুলকানি দূর করবে।

চুলের বৃদ্ধি দ্রুত করতে
মেহেদির ভেষজ গুণ চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

চুলের উজ্জ্বলতা বাড়াতে
মেহেদি চুলে নিয়ে আসে জৌলুস। মেহেদির সঙ্গে ডিম ও তেল মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও সুন্দর।

শ্যাম্পু হিসেবে
মেহেদির প্যাক ব্যবহার করলে আলাদা করে শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই। কারণ মেহেদি প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।

চুলের গোড়া মজবুত করতে
মেহেদি চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাতে সাহায্য করে। তবে খুব ঘন ঘন মেহেদি লাগাবেন না। এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত