সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৩

যেভাবে ঘাম থেকে মুক্তি পাবেন

সকালে বাইরে বের হওয়ার সময় দেখলেন ডিওডরেন্ট শেষ! কী করবেন? চিন্তার কারণ নেই। হাতের কাছেই থাকা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক ডিওডরেন্ট। এগুলো অতিরিক্ত ঘাম কমানোর পাশাপাশি আপনাকে দিনভর রাখবে সতেজ ও সুরভিত।

জেনে নিন কীভাবে তৈরি করবেন প্রাকৃতিক ডিওডরেন্ট-  

বেকিং সোডা
১/৮ চা চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে তৈরি করুন পেস্ট। এই পেস্ট অতিরিক্ত ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে আপনাকে। এছাড়া বেকিং সোডার সঙ্গে পছন্দের যেকোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন ডিওডরেন্ট হিসেবে।

বেবি পাউডার
বেবি পাউডার চমৎকার ডিওডরেন্ট হিসেবে কাজ করে। তবে যারা খুব বেশি ঘামেন তারা এটি ব্যবহার না করে বেকিং সোডার পেস্ট ব্যবহার করুন।

লেবু
লেবু চাকা করে যেখানে বেশি ঘাম হয় সেখানে ঘষে নিন। ব্যাকটেরিয়া দূর হওয়ার পাশাপাশি দিনভর থাকবে পারবেন সুরভিত।

নারিকেল তেল
সামান্য নারিকেল তেল ঘষে নিন। ঘাম ও দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত