সিলেটটুডে অনলাইন ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:০০

হাত থেকে মাংস ও মশলার গন্ধ দূর করার উপায়

ঈদ উল আজহায় মাংস কাটা, প্যাকেট করা, পেয়াজ কাটা, মশলা বাটা, রান্না করা আরও কতো কাজ থাকে। হাতে লেগে থাকে বিচ্ছিরি গন্ধ নিয়ে অস্বস্তিতে ভুগতে হয়। হাতের গন্ধ দূর করার আছে সহজ কিছু ঘরোয়া উপায়। জেনে নিন হাতের দুর্গন্ধ দূর করার উপায়গুলো।

লবন:
হাতে আধ মুঠ লবণ নিন। এবার দুই হাত ভাল করে ঘষতে থাকুন লবণ পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। এরপর হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ দূর হয়ে যাবে সহজেই।

কফি:
কফির ঘ্রাণ পছন্দ নয় এমন মানুষ পাওয়া কঠিন। হাতের দুর্গন্ধ কমাতে কফি কিন্তু দারুণ কার্যকরী। মাছ, মাংস, পেয়াজ কিংবা রসুন কাটার পরে হাতের বাজে গন্ধ দূর করতে দুই হাতে কফির গুড়া নিয়ে ঘষতে থাকুন। প্রায় ২ মিনিট ঘষার পর হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস, দূর হয়ে গেল দুর্গন্ধ।

লেবু:
দারুণ সুগন্ধি লেবু নিমিষেই বাজে গন্ধ দূর করে দেয়। এক টুকরা লেবু কেটে দুই হাতে ভালোভাবে ঘষে নিন। এতে দুর্গন্ধ দূর এবং হাতে মশলার দাগ থাকলে সেটাও উঠে যাবে। কাগজি লেবু হলে দ্রুত ফলাফল পাবেন।

মাউথ ওয়াস:
ভাবছেন মাউথ ওয়াস তো মুখের দুর্গন্ধের জন্য, হাতে আবার এর কাজ কী তাই না? হাতের দুর্গন্ধ দূর করতেও মাউথ ওয়াশের জুড়ি নেই। হাতে মাউথ ওয়াস নিয়ে দুই হাত দিয়ে ঘষতে থাকুন। দুই মিনিট ঘষার পর হাত ধুয়ে ফেলুন ভাল করে হ্যান্ড ওয়াশ দিয়ে। গন্ধ গায়েব হয়ে যাবে নিমিষেই।

টুথপেস্ট:
টুথপেস্ট মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি হাতের দুর্গন্ধ দূর করতেও দারুণ উপযোগী। হাতের তালুতে টুথপেস্ট নিয়ে ভালোভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। জেল পেস্ট ব্যবহার না করে সাদা পেস্ট ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত